পাকিস্তানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে নিহত লস্কর-ই-তৈবার খাস সন্ত্রাসী সাইফুল্লাহ খালিদ
janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে পাকিস্তানে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ।নেপাল থেকে সন্ত্রাস পরিচালনা করত সে। ভারতে অন্তত তিনটি হামলার সঙ্গে জড়িত ছিল তার নাম। জানাযায়, পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তার।
জানাযায়, দীর্ঘদিন ধরে নেপালে লস্করের সংগঠন বাড়ানোর দায়িত্বে ছিল এই সইফুল্লা। সেখান থেকেই ভারতের একের পর এক জঙ্গি হামলা চালায়। খালিদ তিনটি বড় হামলার মূল ষড়যন্ত্রকারী ছিল। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (আইএসসি) হামলা এবং ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দফতরে হামলা।
পাঁচ বছরের সময়সীমার মধ্যেই পরিচালিত হয়েছিল এই হামলাগুলি। প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের। তার কাজ ছিল মূলত সন্ত্রাসী অভিযানের জন্য নিয়োগ এবং তহবিল সংগ্রহ করা। খালিদের আচমকা মৃত্যুতে স্বভভাবতই কিছুটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে লস্করিদের কপালে। সদ্য পাকিস্তানকে কার্যত দুরমুশ করেছে ভারত। ৭ মে মধ্যরাত্রে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। নিহত হয় অন্তত ১০০ সন্ত্রাসী।