পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তের সমালোচনায় সরব প্রদেশ কংগ্রেস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তের সমালোচনায় সরব প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সুদীপ রায় বর্মন কেন্দ্রের এই সিদ্বান্তকে “হঠকারী সিদ্ধান্ত” বলে আখ্যায়িত করেন। ভারতীয় জনতার ঐক্যবদ্ধ মনোভাবের প্রতি এটা বিশ্বাসঘাতকতা” দাবি করেন তিনি।
সুদীপ বাবু বলেন দীর্ঘ সময় পর সমগ্র জাতি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়েছিল। সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস সহ, জাতীয় নিরাপত্তার এই সংকটময় মুহূর্তে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। আমাদের সশস্ত্র বাহিনী সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে। হঠাৎ সংঘর্ষ বিরতি দেশবাসীর মনবল ভেঙে গেছে।
তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল, কিন্তু শেষ হল বাণিজ্য আলোচনায়। অথচ হাফিজ সইদ, মাসুদ আজহারের মতো সন্ত্রাসের নায়করা বহাল তবিয়তে রয়েছে। এদিন তিনি দেশের কূটনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। পাকিস্তান যখন কূটনৈতিক ও কৌশলগতভাবে চাপে, তখন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতি গ্রহণ করার অর্থ বোঝা দায়। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জবাবদিহি করার আহ্বান কংগ্রেস । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও ।