Site icon janatar kalam

পাকিস্তানের বালুচিস্তানে একযোগে গুলিবিদ্ধ হয়ে ২৩ জন পাঞ্জাবী নিহত 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার পাকিস্তানের বেলুচিস্তানে একযোগে গুলিবিদ্ধ হয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তথ্যমতে, সশস্ত্র কিছু লোক ট্রাক ও বাস থামায়। এরপর তাদের আইডি কার্ড চেক করার অজুহাতে একে একে নামিয়ে গুলি করতে থাকে। তথ্য অনুযায়ী, বেলুচ জঙ্গিরা পাঞ্জাবিদের টার্গেট করেছে।

পাকিস্তানি মিডিয়ার মতে, ঘটনাটি ঘটেছে মুসাখাইলের রারাশাম জেলায়। এখানে কিছু সশস্ত্র লোক মহাসড়কে যানবাহন থামাতে থাকে। এরপর বাস থেকে যাত্রীরা নামতে শুরু করেন। তথ্য অনুযায়ী, যারা মারা গেছেন তারা পাঞ্জাবের বাসিন্দা। তার মানে পাঞ্জাবিদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। বেলুচরা বিশ্বাস করে যে পাঞ্জাবিরা তাদের সম্পদ দখল করছে। এমন পরিস্থিতিতে বেলুচ জঙ্গিরা প্রতিদিন তাদের টার্গেট করে চলেছে।

ঘটনার পর পাকিস্তানি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার নিন্দা করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরীহ মানুষকে এভাবে হত্যাকারী কাপুরুষ সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।

এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানি মিডিয়ার মতে, মহাসড়কে খোদ অনেক গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

Exit mobile version