Site icon janatar kalam

পাকিস্তানি ক্রিকেটারদের অশোভন আচরণের বিরুদ্ধে বিসিসিআই-এর অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফের অশোভন আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাল বিসিসিআই। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে উদযাপন করেন ওপেনার সাহিবজাদা ফারহান। এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় দল উভয় খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বিসিসিআই-এর পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের অভিযোগ, মাঠে এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী এবং শৃঙ্খলা ভঙ্গের শামিল।

 

 

Exit mobile version