Site icon janatar kalam

পাঁচ বছরে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার উল্লেখযোগ্য প্রগতি হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত পাঁচ বছরে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার উল্লেখযোগ্য প্রগতি হয়েছে শনিবার সুকান্ত একাডেমিতে পাওয়ার ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন ত্রিপুরার দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এই দাবি করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ। পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সন্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সুকান্ত একাডেমিতে হয় এই সম্মেলন এর উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক শিং সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী সভাপতি কৃষ্ণপদ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, পূজা মৌরসুমে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ কর্মীদের অভিনন্দন জানান মন্ত্রী রতনলনাথ তিনি বলেন বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই উৎসবের মৌরসুমে রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থা কোন ব্যাঘাত ঘটেনি বক্তব্যে গত পাঁচ বছরে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার উল্লেখযোগ্য কর্মসূচি হিসেব তুলে ধরেন তিনি মন্ত্রী জানান গত পাঁচ বছরে শুধু বিদ্যুতের লাইন এবং সাব স্টেশনে সংখ্যাই বৃদ্ধি পায়নি এই সময়ের মধ্যে প্রায় দু লক্ষ গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে।সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তান তহবিলের জন্য এক লক্ষ এক টাকা মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এর আগে সংগঠনের গত তিন বছরের কাজকর্মের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন পেশ করেন পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী।

Exit mobile version