Site icon janatar kalam

পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ পশ্চিম থানার পুলিশের হাতে আটক তিন নেশা কারবারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ নেশা পাচারকারীকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহেশখলার চান্দিনা মুড়া এলাকার মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ি থেকে পুলিশ এই নেশা সামগ্রী উদ্ধার করে। এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এই সংবাদ জানিয়েছেন।

বিএসএফ ,আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশকে ফাঁকি দিয়ে রাজ্যে অবাধেই চলছে নেশার রমরমা কারবার ।এই ক্ষেত্রে কার্যত নিরাপত্তা কর্মীরা অন্ধকারেই রয়েছে ।গোপন সংবাদ যেখানে পাচ্ছে সেখানেই তারা কার্যত নিজেদের ক্রেডিট জাহির করছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতেই ৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ নেশা কারবারিকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ।

রাজধানীর মহেশখোলার চান্দিনা মুড়া এলাকা থেকে পশ্চিম থানার পুলিশ এই সাফল্য পায়। এদিন সকালে পশ্চিম থানায় খবর আসে, চান্দিনা মুরা এলাকার মোঃ বাবুল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী রয়েছে ।এই খবর পেয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এবং পশ্চিম থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে মহেশখোলার চান্দিনা মুড়াস্হিত মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযান কালে বাবুল মিয়ার বাড়ি থেকে ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোঃ বাবুল মিয়া সহ আরো দুইজনকে পুলিশ গ্রেফতার করে। ধৃতরা হল বিশালগড়ের দীপাল হোসেন এবং চান্দিনা মুড়া এলাকার সঞ্জয় মিয়া। বৃহস্পতিবার পশ্চিম থানায় বসে পশ্চিম থানার পুলিশের এই সাফল্য তুলে ধরেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।

এদিন পশ্চিম জেলার পুলিশ আধিকারিক আরো জানান, গত এক সপ্তাহ ধরে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত দশটি থানা কে নিয়ে বিশেষ নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে। এই বিশেষ অভিযানে গত আট দিনে ২১ জন নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৬৯ কিলো গাজা ,২০৭৮ বোতল ফেনসিডিল ,৬৬ গ্রাম ব্রাউন সুগার এবং ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ আধিকারিক ডক্টর কিরণ কুমার কে।

এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার আরো জানান ,ধৃত তিন নেশা কারবারির বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Exit mobile version