জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা জেলায় চলতি অর্থবছরে ৬৮৫ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। এতে জেলার ১৯৬ ১৩ হেক্টর জমি প্রধানমন্ত্রী ফসল বীমার আওতায় এসেছে।
এই যোজনায় জেলার ডুকলি ব্লকে ৩০৬ জন, জিরানীয়া ব্লকে ৬৩ জন, হেজামারা ব্লকে ৩১ জন, মান্দাই ব্লকে ১০৮ জন, বামুটিয়া ব্লকে ৭৬ জন, মোহনপুর ব্লকে ৫৪ জন, লেফুঙ্গা ব্লকে ৯ জন ও আগরতলা পুরনিগম এলাকার ৩৮ জন কৃষককে বীমার আওতায় আনা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।