Site icon janatar kalam

পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি প্রার্থীর জমা পরলো মনোনয়ন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান শাসক দলের পুরনো কার্যকর্তা হয়েও বঞ্চনার শিকার। তাই পুরনোরা গড়ে তুলেছেন আদি বিজেপি। সেই আদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিম লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। বুধবার এই আসনের বিজ্ঞপ্তি জারির পরেই আদি বিজেপির তরফে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন আদি বিজেপির হয়ে শান্তিরবাজার মহকুমার মিলন পদ মুড়াসিং।

এদিন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন। সঙ্গে ছিলেন অনায়ন্য কার্যকর্তারা। আদি বিজেপির নেতৃত্ব জানান, তারা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও প্রার্থী দেবেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে আদি বিজেপির কার্যকর্তারা অভিযোগ করেন, বর্তমানে সরকারে বিজেপি ক্ষমতায় থাকলেও পুরনোরা বঞ্চিত। তাদের যোগ্য সম্মান দেওয়া হয় না। তাই তারা আদি বিজেপি গঠন করেছেন ২০১৭ সালে।উল্লেখ্য, বুধবারই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

 

Exit mobile version