জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে লড়াই করবে স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা।বুধবার দলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন স্টেটহুড ডিমান্ড কমিটির চেয়ারম্যান অঘোর দেববর্মা, ভাইস চেয়ারম্যান কৃষ্ণমোহন জমাতিয়া, বিশু কুমার দেববর্মা সহ অন্যরা। চেয়ারম্যান এদিন জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে বিশু কুমার দেববর্মা ও পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এমডিসি কৃষ্ণমোহন জমাতিয়া।