জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্মম পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে মজদুর মনিটরিং সেল শনিবার রাজপথে নেমে মাতৃ শক্তিরা অত্যাচারীদের আইনি শাস্তির দাবিতে সরব হয়েছে। বিকেলে রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলাতে এসে এক বিক্ষোভ প্রতিবাদ সভায় মিলিত হয়েছে। এখান থেকেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন। একই দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। অবিলম্বে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন।