Site icon janatar kalam

পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস সরেজমিনে খতিয়ে দেখতে বিপ্লব দেবের নেতৃত্বে কমিটি গঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে বলে অভিযোগ। আরও অভিযোগ তৃণমূলের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় জড়িত। এসব ঘটনা খতিয়ে দেখতে সাংসদদের একটি টিম পশ্চিমবাংলায় পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি।

সমস্ত জায়গায় ঘুরে দেখে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রতিনিধি দলকে। বিজেপি-র ৪ জন সাংসদকে নিয়ে এই সংসদীয় টিম এর মধ্যেই পশ্চিমবাংলায় যাবেন।এই কমিটির কনভেনার করা হয়েছে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। এছাড়া টিমের অন্য তিন সদস্য হলেন সাংসদ রবি শঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার।

Exit mobile version