Site icon janatar kalam

পর্যটন নতুন মাত্রা পাবে ত্রিপুরায় : পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় পর্যটন শিল্পের উন্নয়নে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে আগামী দিনে আরো আসবে। বর্তমান পর্যটন শিল্প ও তার চাহিদা অনুযায়ী যেসমস্ত দিকগুলো এই শিল্পকে গোটা বিশ্বের দরবারে ত্রিপুরার সুনাম ও অগ্রগতিকে প্রদর্শিত করবে সেসমস্ত দিকগুলো নিয়ে ক্রমান্বয়ে কাজ করা হচ্ছে। পর্যটনের চেহারা আগে এমন ছিল না।

আগামী বছর দুয়েকের মধ্যে রাজ্যের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় উন্নীত করার দৃষ্টিভঙ্গি নিয়েছেন পর্যটন মন্ত্রী। মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটনকে একটি সমৃদ্ধ শিল্প এবং ত্রিপুরার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের নিবেদিত প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছেন । সব মিলিয়ে রাজ্যে ৫০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে।

উদয়পুরে ৫১ শক্তিপীঠ স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করেন পর্যটনমন্ত্রী। রাজ্যে সম্প্রতি পর্যটন বিভাগের অধীনে ৫০টি নতুন হোমস্টে চালু , স্থানীয়দের নতুন আয়ের সুযোগ প্রদান প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে তথ্য দেন তিনি ।

Exit mobile version