Site icon janatar kalam

পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে একটি নর্থ-ইস্ট ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার উপর গুরুত্বারোপ মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে কৃষি ও উদ্যান পালনের বিকাশে উত্তর-পূর্বাঞ্চলের রাজাগুলির জন্য মার্কেটিং পলিসি তৈরী করে কৃষিজাত পণ্য বাজারজাতকরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের তিনটি বিষয়ের উপর গঠিত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই অভিমত ব্যক্ত করেন।

ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে আজ উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এদিন বিনিয়োগের প্রসারের লক্ষ্যে উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের কনভেনার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিনিয়োগ বৃদ্ধির উপর আলোচনা করেন। আলোচনাকালে তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে শিল্প স্থাপনে কৌশলগত রোডম্যাপ তৈরী, খনিজ তেল, গ্যাস, কয়লা খনি ইত্যাদি সহ ইউরিয়া সার কারখানা স্থাপন, বাঁশভিত্তিক শিল্পের বিকাশ, রাবার ভিত্তিক শিল্প স্থাপন, ভোজ্য তেল কারখানা, চা শিল্প, ঔষধি গাছ চাষ, প্রযুক্তি ক্ষেত্র, স্টার্ট আপ, রিয়েল এস্টেট, চিকিৎসা ক্ষেত্র সহ পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার উপর আলোচনা করেন।

রাজ্যে উৎপাদিত সুগন্ধি কালি খাসা চালের আধুনিক কল স্থাপন, রাজ্যে জৈব চাষের প্রচার ও প্রসার, বিভিন্ন উৎপাদিত কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পরিকাঠামো নির্মাণ, কলা প্রক্রিয়াকরণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, রাইস হাস্ক প্রসেসিং ইউনিট স্থাপন ইত্যাদির উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। আজ উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিশেষভাবে আলোচনা হয়।

আলোচনাকালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং পর্যটকদের মধ্যে পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে একটি নর্থ-ইস্ট ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পর্যটকদের সুবিধার্থে সহজলভ্য বিমান পরিষেবা, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ প্রতিটি রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির প্রসার নিয়ে আলোচনা করেন।

সভায় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে ডিজিটাল ম্যাপিং টেকনোলজি প্রয়োগ, কৃষিজাত পণ্যের ভ্যালু এডিশন, পিপিপি মডেলের মাধ্যমে কৃষিজাত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ, সংরক্ষণের ব্যবস্থা চালু করা সহ ৮টি রাজ্যের বিশেষ উৎপাদিত পণ্যগুলির উৎপাদনে গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

তিনি ৮টি রাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, মউ স্বাক্ষরিত বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন। এছাড়া ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি হচ্ছে পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র। এ রাজ্যগুলিতে পর্যটকদের আকর্ষণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তিনি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার পর্যটন ব্যবস্থার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এই তিনটি দেশে সবচেয়ে বেশী পর্যটকের আগমন ঘটে। ফলে তাদের পর্যটন শিল্পের বিকাশে গৃহীত উদ্যোগগুলি প্রয়োজনে পর্যালোচনা করে উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা যায় কিনা তা খতিয়ে দেখতে হবে। পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট ৮টি রাজ্যে একটি করে ট্যুরিজম সাইট সার্কিট সহ পর্যটন সংক্রান্ত বিভিন্ন পরিসেবা প্রদানের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও সভায় কৃষি ক্ষেত্রের বিকাশে আসামের কৃষি মন্ত্রী অতুল বোরা, অরুণাচল প্রদেশের কৃষি মন্ত্রী গ্যাপ্রিয়াল ডি. ওয়াংসু আলোচনায় অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় কৃষি ও উদ্যান পালনের ক্ষেত্রে গঠিত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের কনভেনার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যের কৃষি ও উদ্যান পালনের বিকাশে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কৃষি পরিকাঠামো উন্নয়ন, রাষ্ট্রীয় ব্যাংকগুলির মাধ্যমে কৃষকদের সহজে ঋণ প্রদান, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণের লক্ষ্যে একটি মার্কেট চেইন সহ পৃথক এগ্রি পলিসি তৈরী করার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলিতে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফ্রিও রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আলোচনা করেন।

সভায় পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং পর্যটন ক্ষেত্রের বিকাশে গঠিত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের কনভেনার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আজকের এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিতো, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ।

Exit mobile version