Site icon janatar kalam

পরীক্ষার ফল প্রকাশ সহ নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের সোচ্চার এসটিজিটি পরীক্ষার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষার ফল প্রকাশ সহ নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের সোচ্চার ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। শুক্রবার আরো একবার তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অনেক মহিলা চাকরি প্রার্থীরাও ছিলেন। এর আগেও বহুবার আন্দোলনে নেমেছিলেন তারা। ২০২২ সালে পরীক্ষা হয়েছে। অথচ এখন পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছেনা।

এদিন চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলেযান। স্লোগান দিতে থাকেন তারা। একটা সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে বল প্রয়োগে বাধ্য হয়। অস্থায়ী ভাবে আটক করে নিয়ে যাওয়া হয়। ছিলেন মহিলা গুলিশ কর্মীরাও। বেশ বিছুক্ষন সময় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য ২০২২ সালে গ্রাজুয়েট টিচার নিয়োগের জন্যে এসটিজিটি পদে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

এখন পর্যন্ত এই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। এনিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এনিয়ে একাধিকবার নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। চাকরি দূরে, চাকরি পরীক্ষার ফল প্রকাশের জন্যই আন্দোলন করতে হয় এই রাজ্যে। আর তা করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন শিক্ষিত বেকাররা।

Exit mobile version