Site icon janatar kalam

পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক দ্বাদশের ছাত্রের আত্মহত্যার ঘটনায় শোক সভা করে AIDSO 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিএসই পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলির হতাশাজনক ফলাফল হয়েছে। এতে উদ্বিগ্ন অভিভাবক সহ শিক্ষানুরাগী মহল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে খোয়াইয়ে এক দ্বাদশের ছাত্র আত্মহত্যা করেছে। এই ঘটনায় শোক জানিয়ে শুক্রবার আগরতলা বটতলায় সভা করে এ আই ডি এস ও।

উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যরা। তাদের অভিযোগ বেশীরভাগ ছাত্রছাত্রী সরকারের হঠকারী সিদ্ধান্তের কারনে ফলাফল ভাল করতে পারেনি। এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিজ্ঞান বিভাগের ছাত্র সুজয় মুন্ডার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার।

বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সিবিএসই ধাঁচে পঠন-পাঠনের উপযোগী পদক্ষেপ গ্রহণ, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করার দাবি জানায় সংগঠন। পাশাপাশি দাবি জানানো হয় সরকারকে অবিলম্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ এবং আগামীদিনে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কোন ছাত্রছাত্রীর জীবন যেন বিপন্ন না হয় তার গ্যারান্টি সরকারকে দেওয়ার।

 

Exit mobile version