Site icon janatar kalam

পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীর : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক আতঙ্ক কাজ করে। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষার সময় যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন ধরনের অবসাদ কাজ না করে, তারা যাতে চিন্তা কাটিয়ে ভালো ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। “পরীকসা পে চর্চা” শীর্ষক এক আলোচনা চক্রের মাধ্যমে তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ছাত্র ছাত্রীরা প্রধানমন্ত্রীর এই আলোচনা সভায় যোগ দেয়। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি করেন, তিনি তাদের এই সকল প্রশ্নের জবাব দেন। সোমবার এমন এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশ নেয়।

এদিন তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও। দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন। ত্রিপুরা থেকেও এদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়। প্রধানমন্ত্রী সকলের জবাব দেন। ছাত্রীদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রীও অধ্যাপক ডা মানিক সাহাও প্রধানমন্ত্রীর আলোচনা শুনেন।

আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রীর এই আলোচনা থেকে তিনি নিজেও নতুন করে অনেক কিছু জানতে পেরেছেন। প্রধানমন্ত্রী যে সকল মূল্যবান পরামর্শ ছাত্রছাত্রীদের দিয়েছেন তা তাদের খুব কাজে আসবে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ও ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন আরো মনোযোগের সঙ্গে পড়াশোনা করে ও পরীক্ষা দেয়।

Exit mobile version