Site icon janatar kalam

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ লাগাতে হবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীপাঞ্জলি সামাজিক সংস্থার উদ্যোগে সবুজ উৎসবের অঙ্গ হিসেবে শনিবার সকালে বড়দোয়ালি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সম্পা সেন চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ লাগাতে হবে। গাছ শুধুমাত্র অক্সিজেনই দেয় না, পরিবেশকেও রক্ষা করে। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আক্রমণ হয় গাছের উপর। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাটতে হয় গাছ। তাই পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগাতেই হবে।

Exit mobile version