জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিত্যক্ত বাড়ি থেকে মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিস। মামলা নিয়ে আমতলী থানার পুলিস তদন্তে। মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি।
কিভাবে পরিত্যক্ত ঘরে মহিলার মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমতলী থানাধিন সেকেরকোট পান্ডবপুর এলাকায়। রবিবার দুপুরে স্থানীয় সমাজ কল্যাণ সংস্থার পেছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে আমতলী থানায় খবর দেন।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিস। অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ভিড় করেন স্থানীয় লোকজন।পুলিস মামলা নিয়ে তদন্তে।