জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন দিল্লি বিধানসভা আসনে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ২০১৩ সাল থেকে তিনি এই আসনটি ধরে রেখেছিলেন, আগে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এ দিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল৷ মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে থাকছিলেন তিনি৷
এই নির্বাচনে কেজরিওয়ালের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির পরেশ ভার্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৩ রাউন্ড গণনার পর, ভার্মা কেজরিওয়ালের থেকে ১,১৭০ ভোটে এগিয়ে ছিলেন। ২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা৷ ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির৷
একা কেজরিওয়াল নন, তাঁর মতোই হারের মুখ দেখেছেন আপ-এর আর এক সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া৷ এদিকে প্রায় ৩ হাজার ভোটে জিতেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী ৷ এই নির্বাচনে ৬০% এরও বেশি ভোটার অংশগ্রহণ করেছেন, যা দিল্লির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৪ হাজার ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷