2024-11-02
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

পয়লা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হবে বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরের ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হবে বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযান। সভ্যপদ অভিযানকে সামনে রেখে বুধবার প্রদেশ বিজেপির তরফে রাজ্যভিত্তিক কর্মশালা হয়।

সভ্যপদ অভিযানের ক্ষেত্রে ত্রিপুরা যেন প্রথম স্থান দখল করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে সভ্যপদ অভিযান করা হবে। একথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে নিয়ে যেতে তথা বিকশিত ভারত নির্মাণে নিজেদের অবদান রাখুন এবং ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করুন।

দেশের সব দল হিসেবে ভারতীয় জনতা পার্টি খ্যাতি অর্জন করেছে। এরই অঙ্গ হিসেবে পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিজেপির সদস্য পদ অভিযান শুরু হবে। এদিন তিনি আরও বলেন, এবছর পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির সদস্য পদ অভিযান শুরু হতে যাচ্ছে। এর আগেও ত্রিপুরায় ৬ লক্ষ ৫০ হাজার সদস্য পদে নিয়োগ করা হয়েছে।

এদিন সভ্যপদ অভিযানকে সামনে রেখে আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজেপির কর্মশালা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, বিজেপির সর্বভারতীয় সাধারন সম্পাদক দূশন্ত কুমার গৌতম সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সহ অন্যরা কর্মশালার সূচনা করেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service