Site icon janatar kalam

পয়লা মার্চ থেকে বসছে বিধানসভা অধিবেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনুষ্ঠিত হলো রাজ্য বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। আগামী পয়লা মার্চ থেকে বসছে রাজ্য বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে পেস করা হবে রাজ্য বাজেট। এই বাজেট অধিবেশনের আগেই নির্বাচনী দামামা বেজে গেছে। যার কারণে রাজ্য বিধানসভা চাইছে নির্বাচনের আগেই বাজেট পেশ করতে।

জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। পহেলা মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে।বিজনেস অ্যাডভাইজারি কমিটি চাইছে নির্বাচনের আগেই যাতে অধিবেশন শেষ করা যায়। যাতে করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারে।

অধিবেশনের প্রথম দিনই থাকবে অতিরিক্ত ব্যয় বরাদ্দ , এর পরেই থাকবে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ। এবং প্রথম দিনেই ত্রিপুরা পাবলিক ডিমান্ড বিল নামে একটি বিল পেশ করা হবে। আগামী ২ এবং ৩ তারিখ বন্ধ থাকবে বিধানসভা অধিবেশন।

Exit mobile version