Site icon janatar kalam

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের পথ অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের পথ অবরোধ। জনতা ক্ষোভ উগরে দেন পুর নিগমের আবর্জনা বহনকারী যান গুলির বিরুদ্ধে। ঘটনা রাজধানীর বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায়। পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে ঘটনাটি ঘটে রবিবার সকালে। আগরতলা ৭৯ টিলা এলাকার বাসিন্দা অভিজিৎ দাস শনিবার রাতে বড়জলা শশুর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যান।

রবিবার সকালে তিনি শ্বশুর বাড়ি থেকে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় আসার পর আগরতলা পুর নিগমের বর্জ্য বহনকারী নম্বরবিহীন গাড়ি অভিজিৎ দাসের বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অভিজিৎ দাস। তাঁর একটি পা ভেঙে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে গুরুতর ভাবে আহত অভিজিৎ দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।

অভিযোগ পুর নিগমের বর্জ্য বহনকারী একটি তিন চাকার গাড়ি ঘটনাস্থলে থেকে পালিয়ে যাচ্ছে। গাড়ির চালককে দাঁড়ানোর জন্য বলা হলেও সে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে আহত যুবকের শারীরিক অবস্থা খুবই গুরুতর।ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা পুর নিগমের বর্জ্য বহনকারী যানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথ অবরোধ করেন লোকজন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস ও পুর নিগম এলাকার বর্জ্য পরিবহনকারি গাড়ি গুলি দেখার দায়িত্বে থাকা এক আধিকারিক।

নিগমের আধিকারিক জানান পুর নিগমের পুরাতন গাড়ি গুলির নম্বর প্লেট রয়েছে। কিছু গাড়ির নম্বর প্লেট নেই। কারন এই গাড়ি গুলিকে বিএস-৪ থেকে বিএস-৬ –এ কনভার্ট করার ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। জানা গেছে অভিযুক্ত গাড়ি সনাক্ত করা গেছে। গাড়িটির অভিজিৎ দাসের বাইকে ধাক্কা মেরেছে, সেই গাড়িটিকে শনাক্ত করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Exit mobile version