জনতার কলম ওয়েবডেস্ক :- পঞ্জাব বিজেপি রবিবার ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ সেপ্টেম্বর পঞ্জাবের গুরদাসপুরে বন্যার্ত এলাকা পরিদর্শনে যাবেন। এই সফরে তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
পঞ্জাব বিজেপির একটি পোস্টে বলা হয়েছে,
“মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি ৯ সেপ্টেম্বর গুরদাসপুর, পঞ্জাবে আসছেন। তিনি বন্যা-প্রভাবিত ভ্রাতৃ-সৌহৃদ ও কৃষকদের সঙ্গে সরাসরি মিলিত হয়ে তাদের দুঃখ-দুর্দশা শোনবেন এবং সকল সম্ভাব্য সহায়তা নিশ্চিত করবেন।”
পঞ্জাব বিজেপির প্রধান সুনীল ঝাকার আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদি বন্যা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রাদেশিক পরিস্থিতি মূল্যায়ন করে সর্বোচ্চ সহায়তা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পঞ্জাবে এসে স্থানীয় পরিস্থিতি মূল্যায়ন করবেন, মাটির বাস্তবতা বুঝবেন এবং পঞ্জাববাসীর জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানে এগিয়ে আসবেন,” তিনি প্রকাশ করেছেন।
এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৫ সেপ্টেম্বর পঞ্জাব সফরে এসে পরিস্থিতি মূল্যায়ন করেন। কেন্দ্রীয় সরকার দল দুটি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করছে, যা পরে কেন্দ্রীয় সরকারকে জমা দেওয়া হবে।
“পূর্বে কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ চৌহান পঞ্জাবে পাঠানো হয় পরিস্থিতি মূল্যায়নের জন্য। কেন্দ্রীয় সরকার দল দুটি এই সফরে এসে ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রস্তুত করছে। ভারতের সরকার পঞ্জাববাসীর পাশে অটলভাবে রয়েছে,” বলেন সুনীল ঝাকার।
সরকারি পরিসংখ্যানে শনিবার পর্যন্ত পঞ্জাবে বন্যায় প্রাণ হারিয়েছেন মোট ৪৬ জন। পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা জানান, প্রায় ২,০০০ গ্রাম ও চার লাখেরও বেশি মানুষ বন্যার দ্বারা প্রভাবিত হয়েছে।
তিনি বলেন, ২৪টি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF) দল ও দুইটি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) দল ঘটনাস্থলে কাজ করছে। তাদের সহায়তায় ব্যবহৃত হচ্ছে ১৪৪টি নৌকা ও একটি রাজ্য সরকারের হেলিকপ্টার। এছাড়াও, রাজস্ব দপ্তর ইতিমধ্যেই ত্রাণ কার্যক্রমের জন্য ৭১ কোটি টাকা মুক্তি দিয়েছে।