জনতার কলম ওয়েবডেস্ক :- পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় আসামের গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য ২১৩.৯ কোটি টাকা বরাদ্দ ও ছাড় করেছে কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের অধীন পঞ্চায়েতি রাজ মন্ত্রক আজ এই তথ্য জানায়। জানানো হয়েছে, এটি ২০২৫–২৬ অর্থবর্ষের প্রথম কিস্তি।
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে, এই অর্থ রাজ্যের সর্বমোট ২,১৯২টি যোগ্য গ্রাম পঞ্চায়েত, ১৮২টি ব্লক পঞ্চায়েত এবং ২৭টি জেলা পরিষদে বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ স্তরে পরিকাঠামো উন্নয়ন, মৌলিক পরিষেবা জোরদার এবং স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করে তুলতেই এই অনুদান প্রদান করা হয়েছে।
মন্ত্রক আরও জানায়, এই অর্থের মাধ্যমে গ্রামাঞ্চলে পানীয় জল, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, এবং অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। পঞ্চদশ অর্থ কমিশনের এই অনুদান পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

