জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীতে নেশার রমরমা। অভিযোগ একাংশ যুবক দেদার ড্রাগস সেবনের পাশাপাশি বিক্রির সঙ্গেও যুক্ত। এবার রাতের বেলা নেশা সামগ্রী বিক্রি করার সময় পুলিশের হাতে আটক ৬ যুবক। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম থানার পুলিশ কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের সামনে অভিযান চালায়।
আটক করে ৬ জনকে। উদ্ধার হয় এক পাউচ ড্রাগস। অভিযোগ আরও ৫ পাউচ বিক্রি করে ফেলেছে নেশা কারবারিরা। ধৃতরা হল সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর, কৌশিক সাহা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।