Site icon janatar kalam

নেশা মুক্ত ভারত অভিযানের অধীন স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন  

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার করাল গ্রাস থেকে যুবকদের রক্ষা করতে সরকারি ভাবেও চলছে কর্মসূচী। শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। নেশা মুক্ত ভারত অভিযানের অধীন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের প্রশিক্ষণ শিবিরে যারা নেশার সাথে সরাসরি যুক্ত তাদের কিভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।

পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস জানান যারা নেশায় নিমজ্জিত তাদেরকে নেশার কবল থেকে মুক্তি দিতে এই মাস্টার ট্রেইনাররা সাহায্য করবেন। সমাজকে নেশা মুক্ত করতে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাবে। এই দিনের প্রশিক্ষণ শিবিরে ৮০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। তাদের বিভিন্ন বিষয়ে অবগত করানো হয়।

 

 

 

Exit mobile version