জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা মুক্ত ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে নেশা বিরোধী অভিযানে নেমে একের পর এক সাফল্য কুড়িয়ে নিচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। অভিযানে নেমে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ পুলিশের জলে নেশা কারবারি আটক হলেও, নিজেদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। কোন প্রকার তোয়াক্কা করছে না পুলিশ প্রশাসনকেও, তা সত্ত্বেও পুলিশ অভিযান জারি রেখে কারবারিদের জালে তুলে নিজেদের জাত চেনাচ্ছে।
সেরকম ভাবে আবারো গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মঠ চৌমুনিস্থিত বেসরকারি হোটেল উডল্যান্ড পার্ক থেকে তিনজন নেশা কারবারিকে আটক করে আগরতলার পূর্ব থানার পুলিশ এর মধ্যে একজন আসামের কিং পিং নেশা কারবারি, আর বাকি দুজন ত্রিপুরার।
এদিন সংবাদমাধ্যমকে পুলিশ সুপার ডক্টর কিরন কুমার কে জানান আটককৃত অভিযুক্তদের কাছ থেকে ১১প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা বলে জানান। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবারের নেশা বিরোধী অভিযানে পুলিশের সাফল্যে খুশি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা।