জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ছেয়ে গেছে নেশা। একাংশ যুবক বিভিন্ন জায়গায় ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে বলে অভিযোগ। এবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ এক নেশা বিক্রেতাকে জালে তুলে। শনিবার কলেজটিলা ও জগহরিমুড়া এলাকায় নেশা বিক্রি করার সময় নেশাকারবারিকে পুলিশ গ্রেপ্তার করে।
সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চলে অভিযান। অভিযান চালিয়ে নেশা পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশকিছু ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ড্রাগসের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।ধৃত নাহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কারো কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদের জালে তুলতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।