জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ঘোষণা মতো নেশার বিরুদ্ধে কাজের দাবিতে রাজ্য জুড়ে যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচীর সূচনা। সোমবার সদর জেলায় হয় বিক্ষোভ কর্মসূচী। “নেশা নয় চাকুরি চাই” এই স্লোগানকে সামনে রেখে সদর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে সোমবার বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল।
মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা। প্রদেশ যুব কংগ্রেসের এক নেতৃত্ব জানান সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে।
দেশের বর্তমানে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে ২ কোটি লোকের রোজগারের ব্যবস্থা করা হবে। অপরদিকে রাজ্যের বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পূর্বে বলেছিল এক বছরে ৫০ হাজার সরকারি চাকুরি ও মিসকলের মাধ্যমে সকলের ঘরে রোজগার পৌঁছে দেওয়া হবে। এই সরকার নেশা বিরোধী শ্লোগানকে সামনে রেখে ক্ষমতায় বসে সমগ্র রাজ্যকে নেশাযুক্ত করেছে।
দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যকে নেশা বাণিজ্যের করিডোর করা হয়েছে। এটা রাজ্যের জন্য লজ্জাজনক বিষয়। দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই “নেশা নয় চাকুরি চাই” এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রদেশ যুব কংগ্রেস। পর্যায় ক্রমে রাজ্যের সবকটি জেলায় হবে এই কর্মসূচী।