Site icon janatar kalam

নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশায় আসক্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফেরাতে অ্যাকশনে নামলেন শান্তির বাজার মহকুমা শাসক। মহকুমার বিভিন্ন বাজার এলাকায় করছে সচেতনতামূলক আলোচনা চক্র। এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং সামাজিক সংস্থার গণ্যমান্য ব্যক্তিত্বদের নিয়ে হল শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু মনপাথর বাজারে জনসচেতন মূলক সভা । সভায় শান্তির বাজার মহকুমা শাসক অভেনন্দন বৈদ্য ছাড়াও উপস্থিত ছিলেন , বগাফা ব্লকের বিডিও দৃতীশেখর রায়, বগাফা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বিশিষ্ট সমাজসেবী মম্বু মগ, বীরচন্দ্রনগর ভিলেজ চেয়ারম্যান রবীন্দ্র রিয়াং, বীরচন্দ্র মনু বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নিতাই রঞ্জন সাহা, বিশিষ্ট সমাজ সমাজসেবী রমেশ রিয়াং ।

 

 

 

Exit mobile version