জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগসের নেশায় আসক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী! জানা যায় বিশালগড় থানার অন্তর্গত ১ নং চন্দ্রনগর এলাকার রিপন মজুমদার দীর্ঘদিন ধরে ড্রাগসের নেশা করে আসছে। ড্রাকসের নেশা থেকে দূরে থাকার জন্য তার স্ত্রী অনেকবার বুঝানোর চেষ্টা করেছিল কিন্তু তার স্বামী রিপন মজুমদার ড্রাগসের সর্বনাশা নেশা ছাড়তে নারাজ। নেশার ফলে সংসারে অশান্তি লেগেই থাকতো । বৃহস্পতিবার রাতে রিপন মজুমদার ড্রাগসের নেশায় আসক্ত হয়ে বাড়িতে আসলে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় ।একসময় সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বাধ্য হয়ে তার স্ত্রী বিশালগড় থানার পুলিশকে খবর দেয়, খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে নেশাগ্রস্ত রিপন মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে তার স্ত্রী জানিয়েছেন রিপন সব সময় নেশাগ্রস্ত থাকার ফলে সংসারে ঝামেলা এবং অশান্তি হচ্ছে তাই সংসারের এই অশান্তি থেকে মুক্তি পেতে অবশেষে বাধ্য হয়ে স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ।