জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জমি মাফিয়া অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী দ্বারস্থ থানার। অভিযোগ নির্বাচন কমিশনে চাকরি করার সুবাদে নেপাল দেবনাথ নামে এক ব্যক্তি এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে তোলা আদায় করে। দীর্ঘ ১৫-১৬ বছর যাবত এই কুকর্ম সংঘটিত করে যাচ্ছে সরকারি কর্মচারী নেপাল দেবনাথ। কথায় কথায় সে নির্বাচন কমিশনের ভয় দেখায় মানুষকে। এলাকার যেকোন জায়গায় জমি বিক্রি হওয়ার আগে তোল্লা দিতে হয় তাকে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন দুর্জয়নগর এলাকায়। বৃহস্পতিবার সম্মিলিত এলাকাবাসী দ্বারস্থ হন এয়ারপোর্ট থানার পুলিশের। পরে সাধারণ নাগরিকরা দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। অনতিবিলম্বে যাতে মুখ্যমন্ত্রী এই জমি মাফিয়ার বিরুদ্ধে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তবেই শান্তিতে বসবাস করতে পারবে স্থানীয় মানুষ। পাশাপাশি দাবি করেছেন দুর্জয়নগর এলাকার সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখার জন্য। যাতে করে ভবিষ্যতে নেপাল দেবনাথ সরকারি চাকরি করে তার কুকর্ম চালিয়ে যেতে না পারে।