Site icon janatar kalam

নেপালের গন্ডকী চন্ডী মুক্তিনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে কদমতলা যুব সংস্থার পূজা মণ্ডপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই আলোর উৎসব দীপাবলি। প্রতিবছর জাঁকজমকপূরণ ভাবে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয় রাজধানীর কৃষ্ণনগর কদমতলা যুব সংস্থা। এবছরও এর ব্যতিক্রম ঘটবে না। চলছে জোর প্রস্তুতি। হাতে গোনা আর কয়েকদিন। প্রায় দেড়শ বছর ধরে চলছে আসছে এই কালীপুজা।

এই বছর নেপালের গন্ডকী চন্ডী মুক্তিনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে কদমতলা যুব সংস্থার পূজা মণ্ডপ। জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ।ক্লাবের এক সদস্য জানান তাদের পূজা মণ্ডপ এবার দর্শকদের নজর কাড়বে।

৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তাদের পূজা মণ্ডপ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর মহা প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি। প্রতিবছর প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে যুব সংস্থার পূজা প্রাঙ্গণে।

Exit mobile version