জনতার কলম ওয়েবডেস্ক :- শেষ আটে ওঠার স্বপ্ন পূরণ হল না দক্ষিণ আফ্রিকার। মেয়েদের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হল তাঁদের। ডাচ গোলরক্ষক ডাফনে ফন ডোমসেলারের তীব্র বাধা পেরিয়ে গোলের মুখ দেখতে পায়নি দক্ষিণ আফ্রিকা। যদিও তাঁরা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি, কিন্তু তাতে সুফল মেলেনি।প্রথমবার শেষ ষোলোয় সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে দক্ষিণীদের স্বপ্নে কার্যত জল ঢালেন ডাচরা। এদিন ম্যাচের শুরু থেকেই ফেভারিট ছিল নেদারল্যান্ডস। খেলার শুরুটাও তাঁরা সেভাবেই করেন। মাত্র ৯ মিনিটের মধ্যে নিজেদের হাতে খেলার নিয়ন্ত্রণ ভার তুলে নেন। শুধু তাই নয়, এই ৯ মিনিটেই দলের হয়ে কর্নার থেকে হেডে বল করে জালে জড়ান লিয়েকে মার্টেনস। কিন্তু সেই বল ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। এর কিছুক্ষণের মধ্যেই ডাচদের হয়ে প্রথম গোলটি করেন জিল বোর্ড।দলের হয়ে গোল শোধ করার চেষ্টা করেন থেমবি কেগাথলানা। কিন্তু ডোমসেলারকে টপকে গোল উপহার দিতে পারেননি থেমবি। এমনকি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডাচ গোলরক্ষককে একা পেয়েও কিছু সুফল হয়নি দক্ষিণ আফ্রিকার।দ্বিতীয়ার্ধে একইভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ডাচরা। বিরতির পরেও জালে বল জড়াতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সুযোগ ছাড়েনি নেদারল্যান্ডস। ম্যাচের বয়স যখন্মন ৬৮ মিনিট, তখন ডাচরা তাঁদের দ্বিতীয় গোলটি করে দক্ষিণীদের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। অবশেষে ২-০ গোলে জিতে যায় ডাচরা। আর দক্ষিণীদের স্বপ্ন অধরাই থেকে যায়। প্রসঙ্গত, শেষ আটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন। স্প্যানিশদের হারিয়ে শেষ চারে ডাচরা জায়গা করে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।