Site icon janatar kalam

নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মর্ডান ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভট্টপকুর মডার্ন ক্লাব নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এবং ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে দাবা প্রতিযোগিতা ও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য, তাছাড়া উপস্থিত ছিলেন কর্পুরেটর অভিজিৎ মল্লিক, শম্পা চৌধুরী সহ অন্যান্যরা।

বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগে ক্লাবগুলির ভেতর প্রতিযোগিতা চলতো কার কাছে কত অস্ত্রশস্ত্র আছে। এবং হানাহানি লেগেই থাকতো প্রতিটি ক্লাবের ভেতর। বর্তমানে বিজেপি সরকারের আমলে ক্লাব গুলির ভেতর প্রতিযোগিতা চলে কার থেকে কোন ক্লাব বেশি সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসবে তার।

রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আগের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজ্যেই কিডনি প্রতিস্থাপনের মত ব্যবস্থা চালু করা হয়েছে যার সুফল পাচ্ছে রাজ্যবাসী।

Exit mobile version