Site icon janatar kalam

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “নেতাজি মানে সাহস, নেতাজি মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা, নেতাজি মানে স্পর্ধা।” ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শ্রদ্ধেয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সরকারি আবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী প্রতিমা ভৌমিক । এখানে নেতাজির প্রতিকৃতিতে মাল্য দান করে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন শ্রীমতি ভৌমিক । পরে উপস্থিত পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন ।

Exit mobile version