Site icon janatar kalam

নীরমহল উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম : পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নীরমহল উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম। তাছাড়াও নীরমহল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলপ্রাসাদ। নীরমহলের সাথে জড়িয়ে আছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম। আজ নীরমহলের রাজঘাটে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, রুদ্রসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত নীরমহলকে সাজিযয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নীরমহলের স্থাপত্যশৈলী ও মনোরম নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। নারিকেলকুঞ্জের পর আজ নীরমহলে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪’র দ্বিতীয় অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করতে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

রাজ্যের অর্থনৈতিক বিকাশে পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যে পর্যটন শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি প্রমুখ।

Exit mobile version