জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ভাগলপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন।
রাহুলের দাবি, “হরিয়ানায় প্রায় দুই কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটার ভুয়ো। আমি গ্যারান্টি দিচ্ছি—মোদীজি, অমিত শাহজি এবং নির্বাচন কমিশন মিলে হরিয়ানার নির্বাচন চুরি করেছেন। লোকসভা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের পর এবার বিহারের ভোট চুরি করার চক্রান্ত চলছে।”
তিনি আরও বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকা পাই না। কিন্তু বিহারের জেনারেশন জেড ভোট চুরি হতে দেবে না।”
রাহুল গান্ধী অভিযোগ করেন, “হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং সরকার চুরি করে বসানো হয়েছে। এই ভোটচুরি করা হচ্ছে অম্বানি-আদানিদের সুবিধা দিতে, যাতে তারা তোমাদের জমি দখল করতে পারে এবং হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয় বেসরকারি হাতে চলে যায়।”
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও একহাত নেন রাহুল। তার ভাষায়, “নীতীশ কুমার, মোদীজি ও অমিত শাহ মিলে বিহারকে ভারতের শ্রমিকরাজ্যে পরিণত করেছেন।”
এদিন জিএসটি নিয়েও তোপ দাগেন তিনি। বলেন, “মোদীজি কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী ও কর্মচারীদের ধ্বংস করতে জিএসটি চাপিয়েছেন। অমিত শাহের ছেলে ক্রিকেট ব্যাট ধরতেও জানে না, তবু সে ক্রিকেটের প্রধান হয়ে গোটা খেলাটাকে নিয়ন্ত্রণ করছে।”
রাহুলের বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বলে রাজনৈতিক মহলের দাবি।

