Site icon janatar kalam

নির্মীয়মান এমবিটিলা বাজার পরিদর্শনে মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী এপ্রিল মাসের মধ্যেই নির্মীয়মান এমবিটিলা বাজারের প্রাথমিক পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সংশ্লিষ্ট স্থানের ২৮ জন ব্যবসায়ীকে ঘর দিয়ে দেওয়া হবে। বুধবার এমবিটিলার নির্মীয়মান বাজার পরিদর্শন করে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

রাজধানীর এমবি টিলার নির্মীয়মান বাজার পরিদর্শন করেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বুধবার বাজার পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর অলক রায়, আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দেব চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ।

বাজারের নির্মাণ কাজ নিয়ে মেয়র আধিকারিকদের সাথে কথা বলেন। আধিকারিকরা মেয়রকে নিশ্চিত করেন যে আগামী এপ্রিল মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাবে। এদিন মেয়র জানান, এপ্রিল মাসের মধ্যেই সংশ্লিষ্ট বাজারের ২৮ জন ব্যবসায়ীকে ঘর দিয়ে দেওয়া হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে নির্মাণ কাজ চলবে।

তিনি আরো জানান ,আগরতলা পৌর নিগমের ১ কোটি ৭৫ লক্ষ টাকায় এই বাজার তৈরি করা হচ্ছে।ব্যবসায়ী মহল এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পৌরনিগম এই বাজার তৈরীর কাজে হাত দিয়েছে বলে জানান মেয়র।

এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান এম বিটিলা বাজারে মাছ বাজার ,শুটকি বাজার, সবজি বাজার সবগুলিরই পৃথক পৃথক স্থানের ব্যবস্থা করা হবে। তিনি জানান, প্রথম যে ঠিকাদার এই নির্মাণকাজ শুরু করেছিলেন তাকে বদল করা হয়েছে। এতে কাজের গতি বৃদ্ধি পেয়েছে।বাজার নির্মাণে ব্যবসায়ীরা নিগম কর্তৃপক্ষকে সহযোগিতা করায় সন্তোষ প্রকাশ করেন মেয়র।

Exit mobile version