Site icon janatar kalam

নির্বাচন কমিশনকে আধার ভোটার কার্ডকে অন্তর্ভুক্ত করতে বলল সুপ্রিম কোর্ট

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার এবং ভোটার কার্ডকে অন্তর্ভুক্ত করতে বলল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, পৃথিবীতে যে কোনও নথি জাল করা যেতে পারে। পাশাপাশি বিচারপতি নির্বাচন কমিশনকে এও স্পষ্ট করতে বলেন যে, কেন আধার এবং ভোটার কার্ডকে গ্রহণ করা হচ্ছে না সেই স্বপক্ষে যুক্তি দিতে।

প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার, রেশন কার্ড, ভোটার কার্ডকে নথি হিসেবে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আধার, ভোটার, রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে না নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত।

শুধু তাই নয়, এই সব নথিও এই তালিকায় যোগ করার প্রয়োজন রয়েছে বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতি সূর্যকান্ত বলেন, পৃথিবীর যে কোনও নথিই তো জাল হতে পারে। তাহলে ভোটার, আধার, রেশন কার্ড নেবেন না কেন?

Exit mobile version