জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইলেকট্রোরাল বন্ডের তথ্য ডাউনলোড হতেই জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেসের CWC সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিজেপির ইলেক্টোরাল বন্ড নিয়ে বিভিন্ন তথ্য বের হচ্ছে।
এই সমস্ত তথ্যগুলি একাংশ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন কংগ্রেসের CWC সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান হায়দ্রাবাদের মেগা ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা ৯৬৬ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয়। বিনিময়ে এই কোম্পানি ১৪ হাজার ৪০০ কোটি টাকার প্রজেক্ট পেয়ে যায়। মিত্তাল গ্রুপ ৩৫ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং গুজরাটে দেশের সবচেয়ে বড় স্টিল প্লান্ট স্থাপনের বরাত পায় ।
বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,আরও একটি সংস্থা ৪০০ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং বিনিময়ে ভারত পেট্রোলিয়াম কোম্পানিটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। কংগ্রেস বিধায়ক জানান ,একটি ভ্যাকসিন কোম্পানি ৫২ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনে বিজেপিকে দেয়। তিনি জানান ,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যখন এই সমস্ত তথ্য একের পর এক বেরিয়ে আসছে ,তখন বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৪ মিনিটে আপ পার্টির জাতীয় সভাপতি তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় ।
ইলেক্টোরাল বন্ড সম্পর্কে জনগণের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দিতেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক আরো জানান, নির্বাচনে পরাজিত হতে চলছে তা আচ করতে পেরেছে বিজেপি ।তাই সব ধরনের অগনতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে চলছে এই দল ।নৈতিকতা বিসর্জন দিয়ে গণতন্ত্রকে কবর দিতে কিছু সংস্হাকে অপব্যবহার করছে বিজেপি।
তিনি আরো জানান, দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে কংগ্রেস দলকে বেকায়দেয় ফেলতে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়ে দলের বিভিন্ন অ্যাকাউন্ট সিজ করা হয়েছে ।অথচ রাজনৈতিক দলগুলি ইনকাম ট্যাক্সের আওতায় আসে না। এই অবস্থায় রাজ্যের লোকসভা নির্বাচনের ব্যয়ভার বহন করতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়েছে।
এই একাউন্টের মাধ্যমে রাজ্যের সব অংশের জনগণকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।