Site icon janatar kalam

নির্বাচনী বন্ড একটি স্বাগত রায় : সীতারাম 

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী বন্ড প্রকল্পের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে, সিপিআই(এম) মহাসচিব সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার এক সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সিপিএমই একমাত্র আবেদনকারী রাজনৈতিক দল যাদের নির্বাচনী বন্ডের বিরুদ্ধে যুক্তি দেখানোর অবস্থান ছিল৷

নীতিগতভাবে, আমরাই একমাত্র দল যারা নির্বাচনী বন্ড গ্রহণ করিনি। আমরা নির্বাচনী বন্ডকে রাজনৈতিক দুর্নীতির বৈধকরণ হিসাবে বিবেচনা করি। তবুও, এটি একটি স্বাগত রায়। কুইড-প্রো-কোর সম্ভাবনা রয়েছে, যার অর্থ চুক্তি ভঙ্গ করা এটি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবিকে প্রকাশ করেছে।

Exit mobile version