Site icon janatar kalam

নিয়োগ প্রাপ্ত জিটি এবং ইউ জিটি শিক্ষকদের বৃহস্পতিবার অফার গ্রহণ করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে শিক্ষা দপ্তরের অধীন ২২৮টি ইউ জি টি এবং জিটি পদে নিয়োগ পত্র বিতরণ করা হয়। গত ৩০ এপ্রিল রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই অফার বণ্টন করা হয়।

এর মধ্যে ৬৬ জন ইউজিটি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার এবং ১৬২ জন জিটি অর্থাৎ গ্রাজুয়েট টিচার পদে নিয়োগ পত্র পান। নিয়োগ প্রাপ্ত জিটি এবং ইউ জিটি শিক্ষকদের বৃহস্পতিবার অফার গ্রহণ করা হয়।

রাজধানীর শিশু বিহার স্কুলে এই প্রত্রিনা। সম্পন্ন হয়। অফার গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এদিন শিক্ষা দপ্তরের এক আধিকারিক এই সংবাদ জানান।

Exit mobile version