জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলে খেলা করা হচ্ছে রাজ্যের বেকার ল্যাব টেকনোলজিস্টদের নিয়ে। গত ছয় বছর ধরে নিয়োগ নেই ল্যাব টেকনোলজিস্টদের। বারবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েও কাজ হচ্ছে না কিছুই। দেখা করতে পারছে না মুখ্যমন্ত্রীর সাথে। শনিবার “অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন”বিভিন্ন দাবিতে শামিল হয়েছে স্বাস্থ্য অধিকর্তার কাছে। দাবি গুলির মধ্যে অন্যতম হল ২০২২ সালের বিজ্ঞপ্তি মূলে ল্যাব টেকনোলজিস্টদের ৩৬১ টি পথ পূরণ করা। স্থায়ী ভাবে ল্যাব টেকনোলজিস্টদের সমস্ত শুন্য পদ পূরণ করার উদ্যোগ গ্রহণ করা। সরকারী ডায়াগনস্টিক সার্ভিসে পিপিপি মডেল অবিলম্বে প্রত্যাহার করা।জনস্বাস্থ্যের স্বার্থে, প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরকারী ডায়াগনস্টিক পরিষেবা চালু করতে করা। সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা জাতীয়করণ করা।