জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য দপ্তরের অধীনে অনেক দিন ধরে ফিজিওথেরাপিস্টস নিয়োগ করা হচ্ছে না। বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল। এদিন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে।
সংগঠনের সদস্য অরূপ দেবনাথ জানান ৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে। মূলত স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয় নিয়ে সেই সময় কথা হয়।
দপ্তরের অধিকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। তাই সেই বিষয়ে এদিন তারা দপ্তরের অধিকর্তার সাথে কথা বলেছেন কতদূর এগিয়েছে এই প্রক্রিয়া। উল্লেখ, ফিজিওথেরাপিস্টস- র ১১ টি পদ খালি রয়েছে। এখন দেখার দপ্তর কত দ্রুত সম্ভব শুন্যপদ পূরণ করেন।