জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়মিত কারণের দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। মুখ্যমন্ত্রীর উদ্দেশে মুখ্যসচিবের মাধ্যমে ৬ দফা দাবি সনদ পেশ করে এরা। তার আগে ২৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। তারও আগে গত ৪ জানুয়ারি অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের দাবিতে আগরতলায় গণঅবস্থান করেছিলেন।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন সংগঠনের তরফে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি অভিযোগ করে বলেন বর্তমান সরকার গত ৭বছরে কোনো অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করেনি। উল্টো নিয়মিতকরণের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, বিধানসভায় কোনো বিধায়কই কর্মচারীদের নিয়মিতকরণের ব্যাপারে কথা বলেন না। না শাসক না বিরোধী। বিধায়কদের এহেন ভূমিকায় তারা হতাশ বলে জানান। বিরোধী দলের বিধায়কদের প্রতি দাবি জানান তারা যেন সরকার পক্ষকে চাপ দিয়ে বাধ্য করেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্যে।
রাজ্যে প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারী রয়েছেন। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এর দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, নিয়মিতকরণ সাপেক্ষে সম কাজে সম বেতন প্রদান, অনিয়মিত কর্মচারী যারা অবসরে গেছেন তাদের এক কালীন ১০ লক্ষটাকা প্রদান, যাদের চাকরিতে ১০ বছর হয়েছে তাদের নিয়মিতকরণ সহ মোট ৬ দফা দাবি তুলেছেন তারা।