Site icon janatar kalam

নিট পরীক্ষার কেন্দ্রগুলি পরিদর্শনে গেলেন জেলা শাসক ও পুলিশ সুপার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৪ মে রবিবার রাজ্যে অনুষ্ঠিত হতে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থৎ নিটএর পরীক্ষা হতে চলেছে। তাই পরীক্ষা যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেই লক্ষে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনে তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার।

তারা প্রথমে যান রাজধানীর শিশুবিহার স্কুলে। কথা বলেন স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন জেলা শাসক ও পুলিশ সুপার।

বেশ কিছুটা সময় তারা সেখানে থেকে বিস্তারিত খোঁজ খবর নেন। পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরণের চেষ্ট চালিয়েছে। উল্লেখ্য আগামী রবিবার থেকে শুরু হওয়া নীট পরীক্ষায় যাতে কোনো ধরণের বিপত্তি না দেখা দেয় তারজন্য এই পরিদর্শন।

Exit mobile version