জনতার কলম ওয়েবডেস্ক :- চার বছর আগের ঘটনার পুনরাবৃত্তি, ঘটনা বিহারের আরারিয়ায়। জানা গিয়েছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নাগাদ বাড়িতে এসে সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে বলে, তাছাড়া চার বছর আগে একইভাবে এই নিহত সাংবাদিকের ভাইকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছিল বলে। এ ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে , সাংবাদিকের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা । তিনি দরজা খুলতেই গুলি করা হয় । এ ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল ও বিরাজ করছে।
নিজ বাড়িতেই খুন সাংবাদিক, ঘটনা বিহারে
