Site icon janatar kalam

নিজ এলাকা ও সমাজের স্বার্থে যুবকদের দায়িত্ব নিতে হবে : রামপ্রসাদ পাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শাসক দলের যুব সংগঠনের সমাবেশ। বিধানসভা ভিত্তিক সমাবেশ হয় সূর্যমনিনগরে। সভায় আলোচনা করতে গিয়ে এলাকার বিধায়ক রাম প্রসাদ পাল বলেন এলাকার জনগণ, সমাজের স্বার্থে যুব সমাজ যাতে কাজ করে, এলাকার দায়িত্ব নেয়। রবিবার এই সমাবেশ হয়।

প্রায় দুই মাস আগে থেকে যুব সমাবেশ করার প্রস্তুতি শুরু করেছিল ভারতীয় জনতা যুব মোর্চা সূর্যমনিনগর মণ্ডল কমিটি। সংগঠনের কার্যকর্তাদের সেই প্রচেষ্টা সফল হল। রবিবার বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলী স্কুল মাঠে হয় যুব সমাবেশ।

উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, যুব সংগঠনের নেতা সায়ন দেবনাথ, ভুলন সাহা সহ অন্যরা। এদিন সমাবেশে সাংগঠনিক বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিনের যুব সমাবেশে ব্যাপক সংখ্যায় যুবক- যুবতী অংশ নেয়। সমাবেশ ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

 

Exit mobile version