Site icon janatar kalam

নিজ এলাকার মানুষদের সাথে উৎসবের আগাম আনন্দ ভাগ করে নিতে সর্বদা একপা এগিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আর মাত্র কয়েকদিন বাদেই রাজ্যের মানুষ মেতে উঠবেন শারদীয়া উৎসবের আনন্দে। আর এই উৎসবে যাতে সমাজের সব অংশের মানুষ সামিল হতে পারে তার জন্য দিকে দিকে চলছে এখন দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি।তাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামাকাপড় দিয়ে এলাকার মানুষদের সাথে উৎসবের আগাম আনন্দ ভাগ করে নেওয়ার অঙ্গ হিসেবে মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী হরিজয় স্কুল ময়দানে বুথ নং ২৯,২১,২২ ও ২৩ এর মহিলাদের মধ্যে ৩৮০ টি শাড়ি ও পাছড়া এবং অপর একটি অনুষ্ঠানে জিরানিয়া ব্লক চৌমুহনীতে বুথ নং ৩৮, ৪৩ ও ৪৪ এর মহিলাদের মধ্যে ৩০০টি শাড়ি বিতরণ করেন।এদিন শাড়ি বিতরণের এই দুটি অনুষ্ঠানে উপস্থিত জাতি-জনজাতি অংশের মহিলাদের হাতে নতুন শাড়ি তোলে দিয়ে তিনি সকলকে আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।তাছাড়া এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার সাধারণ জনসাধারণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

Exit mobile version